Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪২, ২ জুলাই ২০২০

আফ্রিদির করোনা জয়

গত মাসের মাঝামাঝি করোনা আক্রান্ত আক্রান্ত হওয়ার খবরটা টুইটারে জানিয়েছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। আজ কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়ার খবরটাও টুইটারেই দিয়েছেন আফ্রিদি। করোনা থেকে সেরে উঠেছেন পাকিস্তানের এই ক্রিকেট তারকা।

নিজ কন্যাসহ একটি ছবি দিয়ে টুইট করে জানান, 'আলহামদুলিল্লাহ, আমাদের আগের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর এবার আমার স্ত্রী এবং দুই কন্যা আকসা ও আনসাসহ সবার পুনরায় পরীক্ষা করা হয়েছে। এখন আমরা সবাই মুক্ত। সবার শুভ কামনার জন্য ধন্যবাদ। সর্ব শক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুক। এখন সময় কিছু পারিবারিক সময় কাটানোর।

পাকিস্তানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই এর বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছিলেন আফ্রিদি। নিজে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের জনগণকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন। তাঁর সংস্থা ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ পাকিস্তানের বিভিন্ন শহরে ত্রাণ বিতরণ করে যাচ্ছে।

করোনামুক্ত আফ্রিদি এবার সময় কাটাতে চান পরিবারের সঙ্গে।

জেএ/আই নিউজ

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়