Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০০:২৬, ৩ জুলাই ২০২০

শীর্ষস্থানে শাণ দিতে রাতে মাঠে নামছে রিয়াল

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করার মিশনে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ আজ রাত দুইটায় আলফ্রেড দ্যা স্টেফানো স্টেডিয়ামে গেতাফেকে আতিথ্য জানাবে গ্যালাক্টিকোরা।  

মৌসুমের শুরুতে ধুকতে থাকলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে রিয়াল। বার্সেলোনার সাথে শিরোপার লড়াইটা বেশ জমে তুলেছে । তবে বার্সা পরপর দুই ম্যাচ ড্র করায়, লিগ ট্রফি পুনরুদ্ধারের সম্ভাবনাটা আরো জোরালো হয়েছে রিয়ালের। ৩৩ ম্যাচে বার্সার পয়েন্ট ৭০, এক ম্যাচ কম খেলা মাদ্রিদের ৭১ পয়েন্ট।  

জয়ের ধারা অব্যহত রেখে চার পয়েন্ট এগিয়ে নিতে চায় করিম বেনজেমা, রামোসরা। ম্যাচ ফিট হয়েছেন ইসকো, তাতে রিয়ালের মাঝ মাঠের শক্তি বেড়েছে আরো। প্রতিপক্ষ গেতাফে টেবিলের ছয়ে থাকায় বেশ সতর্ক জিনেদিন জিদান বাহিনী। দুই দলের হেড টু হেডে অবশ্য ঢের এগিয়ে রিয়াল। ২৯বারের দেখায় ২১ ম্যাচেই জিতেছে রিয়াল মাদ্রিদ। গেতাফের জয় ৫ ম্যাচে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়