Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:১৭, ৫ জুলাই ২০২০

“আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি

বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসান ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিনের অনন্য স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।

একবিংশ শতাব্দীর প্রথমভাগে দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার ও ষষ্ঠ সেরা টেস্ট ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অলরাউন্ডার সাকিবকে। এই অর্জনে খুবই সম্মানিত বোধ করছেন দেশসেরা অলরাউন্ডার।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে উইজডেনকে কৃতজ্ঞতা জানিয়েছেন সাকিব। সেখানে তিনি লিখেন- 

“সেরা খেলোয়াড়দের একজন হিসেবে এই মর্যাদাপূর্ণ তালিকায় দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”

“শতাব্দীর সবচেয়ে মূল্যবান ক্রিকেটারদের তালিকায় আমাকে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ২য় এবং টেস্ট ক্রিকেটে ৬ষ্ঠ স্থানে নির্বাচিত করায় ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন উইজডেনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণায় চলতি শতাব্দীর এখন পর্যন্ত ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি নির্বাচন করে উইজডেন মান্থলি। তাতে ম্যাচে খেলোয়াড়ের অবদান বিবেচনায় ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় সেরা ক্রিকেটার নির্বাচিত হন সাকিব, টেস্টে হন ষষ্ঠ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়