Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৬ জুলাই ২০২০

অ্যাম্বুলেন্স দিয়ে মাস্তুল ফাউন্ডেশনের পাশে সাকিব

সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহায্যে একটি  জনসেবামূলক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন। যাদের রয়েছে নিজস্ব একটি স্কুল। এছাড়াও দেশের অনেক সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে নিয়মিত সহায়তা করে আসছে তারা।

করোনার এই মহামারী সময়েও তারা দাঁড়িয়েছে মানুষের পাশে। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনের কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ কাজের জন্য তারা নিজেদের অর্থ খরচ করে ভাড়ায় নেয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করছে।

এই ঘটনাটি জানার পরে মাস্তুল ফাউন্ডেশনের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ফাউন্ডেশন। সাকিবের সরাসরি তত্ত্বাবধানে মাস্তুল ফাউন্ডেশনকে দেয়া হয়েছে একটি অ্যাম্বুলেন্স। যা ব্যবহার করা হবে করোনায় মৃতদের দাফনের কাজে।

নিজের ফেসবুক পেজে মাস্তুলের কাজের বিশদ বিবরণসহ অ্যাম্বুলেন্স দেয়ার খবরটি জানিয়েছেন সাকিব। বিস্তারিত পোস্টে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন "অকশন ফর একশন" আমন্ত্রণ জানায় মাস্তুল ফাউন্ডেশনকে কোভিড-১৯ দুর্যোগ পরিস্থতিতে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান জানান, ‘ভাইয়ার ( সাকিব) সঙ্গে ফোনে কথা হয়েছে। উনি বলেছেন আমি তো দেশে নেই, তেমন কিছু করতে পারছি না। তোমরা কাজ করে যাও। আমি আছি,’

‘আমরা আসলে ফেইসবুকে নিজেদের কাজের কথা মানুষকে জানাচ্ছিলাম। এটি চোখে পড়ে সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবালের। তিনি লন্ডন প্রবাসী। উনিই সাকিব ভাইকে আমাদের ব্যাপারে বলেন।’

সাকিব নিজের ভেরিফায়েড ফেইসবুক পোস্টে জানিয়েছেন, মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের নিজস্ব স্কুলও আছে। তারা ২২ টি স্কুলে, ১২ জেলায় ১ হাজার ১০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলব্যাগ, জুতা, মোজা, বই, খাতাসহ বিভিন্ন শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। মাস্তুলের পিতামাতাহীন/অনাথ/এতিম বাচ্চাদের জন্য ‘মাস্তুল শেল্টার হোম’ আছে।

অ্যাম্বুলেন্স সার্ভিস ও মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য এই নম্বরে (01730482279, 01715097762) যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন সাকিব।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়