Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২০, ৭ জুলাই ২০২০

জামিনে মুক্তি পেলেন মেন্ডিস

রোববার (৫ জুলাই) ভোরে কলম্বোর পানাদুরার শহরতলীতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে গাড়ি চাপা দিয়েছিলেন মেন্ডিস। সে পথচারী ঘটনাস্থলেই মারা যান।

গাড়িচাপায় পথচারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস সোমবার জামিনে মুক্তি পেয়েছেন।

তবে একদিনের ব্যবধানে তাকে পানাদুরা ম্যাজিস্ট্রেট কোর্ট জামিনে মুক্তি দিয়েছেন। পাশাপাশি তাকে ড্রাইভিং করার অনুমতিও দিয়েছে কোর্ট। পুলিশের তদন্ত অফিসার এবং মেডিকেল অফিসারের সুপারিশের প্রেক্ষিতে তাকে জামিন দিয়েছে কোর্ট। তবে ১ লাখ শ্রীলঙ্কান রূপি জরিমানা দিতে হয়েছে মেন্ডিসকে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুশল মেন্ডিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাগানের দেয়ালে আঘাত করে। সেই বৃদ্ধা দেয়ালে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। যদিও তাকে পানাদুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবার মেন্ডিসকে পুলিশ স্টেশনে কাটাতে হয়েছিল। সোমবার কোর্টে তোলার পর জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান।  

২৫ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যানকে শ্রীলঙ্কার ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা ভাবা হচ্ছে। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫৬৪৪ রান। করোনা সঙ্কট কাটিয়ে শ্রীলঙ্কা দলের অনুশীলনেও ছিলেন তিনি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়