Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ৭ জুলাই ২০২০
আপডেট: ১৩:০২, ৭ জুলাই ২০২০

শুভ জন্মদিন আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র আশরাফুল। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো বড় দলের বিপক্ষে প্রথমবারের মতো দেশকে জয়ের মুখ দেখেছিলেন তিনি।

আজ ৭ জুলাই সেই নক্ষত্রের জন্মদিন। ১৯৮৪ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ আশরাফুল। আজ আশরাফুল পূর্ণ করলেন জীবনের ৩৬ বছর। 

২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের প্রথম টেস্ট ম্যাচেই করেন সেঞ্চুরি, তখন তার বয়স মাত্র ১৭ বছর ৬১ দিন। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এত অল্প বয়সে সেঞ্চুরি করতে পারেননি বিশ্বের আর কোন ক্রিকেটার।

বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে দেশের সব প্রথম জয়ের ম্যাচে রেখেছেন অবিস্মরণীয় অবদান। বিশেষ করে ২০০৫ সালে অজেয় অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারানোর ম্যাচে সেঞ্চুরি এবং ২০০৭ সালের বিশ্বকাপে তৎকালীন নাম্বার ওয়ান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচে খেলা ৮৭ রানের ইনিংসটি দেশের যেকোন ক্রিকেটপ্রেমীর মনে গেঁথে আছে আজও।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়