Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ১০ জুলাই ২০২০

রেকর্ড ভেঙে ক্ষমা চাইলেন স্প্যানিশ গোলরক্ষক!

ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ম্যাচটিতে রেড ডেভিলদের গোলপোস্ট পাহারা দিয়ে ব্যক্তিগত এক রেকর্ডও গড়েছেন ডেভিড দি গিয়া।

এই ম্যাচে খেলতে নেমেই ক্লাবের সর্বকালের সেরার তালিকায় থাকা ড্যানিশ গোলরক্ষক পিটার স্মেইকেলকে পেছনে ফেলেছেন দি গিয়া। তবে ডেভিড দি গিয়ার কিছুটা খারাপ লাগছে রেকর্ড ভাঙায়। তাইতো যার রেকর্ড ভেঙেছেন তার কাছে ক্ষমাও চাইলেন স্প্যানিশ এই গোলরক্ষক।

বৃহস্পতিবারের ম্যাচটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দি গিয়ার ৩৯৯তম ম্যাচ। তাতে বিদেশি কোনো গোলরক্ষক হিসেবে ম্যানইউ'র হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে নিয়েছেন তিনি।

২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানইউতে আসা দি গিয়ার রেকর্ডটি ভেঙে খারাপ লাগছে। স্মেইকেলের কাছে তাই ক্ষমা চেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে নতুন মাইলফলক গড়ার অনুভূতি জানাতে গিয়ে ২৯ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক বলেন, ‘দুঃখিত স্মেইকেল। তবে এটা দারুণ কিছু। বোঝা গেল, আমি এখানে দীর্ঘদিন ধরে আছি এবং শীর্ষ পর্যায়ে খুব খুবই ভালো খেলছি। আমি সত্যিই খুব গর্বিত।’

দি গিয়া যোগ করেন, ‘ক্লাবের হয়ে এতগুলো ম্যাচ খেলতে পেরে আমি আনন্দিত। আশা করছি আরও ৪০০ ম্যাচ খেলতে পারব! আমি সত্যিই খুব খুশি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়