Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১১ জুলাই ২০২০
আপডেট: ১২:৩১, ১১ জুলাই ২০২০

৩৫ শিশুর হার্ট অপারেশনের দায়িত্ব নিলেন সুনিল গাভাস্কার

ভারতীয় ক্রিকেটের প্রথম লিজেন্ড সুনিল গাভাস্কার। শুক্রবার (১০ জুলাই) ছিল সুনিল গাভাস্কারের ৭১তম জন্মদিন।

এদিন ভারতীয় ক্রিকেটের সাবেক এই অধিনায়ক ঘোষণা দিলেন ৩৫জন হৃদরোগে আক্রান্ত শিশুর হার্টে অপারেশনের খরচ বহন করবেন তিনি।

ভারতের খড়গড়ে অবস্থিত শ্রী সত্য সাই সঞ্জিভানি হাসপাতালের চাইল্ড হার্ট কেয়ার সেন্টারে এই অসহায় ৩৫ শিশুর হার্ট অপারেশনের স্পন্সর হওয়ার ঘোষণা দেন সুনিল গাভাস্কার। ওই হাসপাতালের চাইল্ড হার্ট সেন্টারে চিকিৎসাধীন অনেক শিশু রয়েছে যাদের বাবা-মা’র পক্ষে সম্ভব নয় অপারেশনের খরচ বহন করা। মূলতঃ সেই শিশুদেরই দায়িত্ব নিলেন সুনিল গাভাস্কার।

গত বছর নিজের ৭০তম জন্মদিনেও একই ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার আবারও সেই একই কাজ করার ঘোষণা দেন গাভাস্কার। আর ৩৫ সংখ্যাটি বেছে নেয়ার অর্থ হলো, আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা ৩৫টি (৩৪টি টেস্টে এবং ১টি ওয়ানডেতে)।

টাইম অফ ইন্ডিয়াকে গাভাস্কার বলেন, ‘অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলোতে নজর দেয়া প্রয়োজন। কবে শিশুরাই হলো এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা হচ্ছে প্রতিটি পরিবারের আনন্দ, সুখ, দুঃখ সব কিছুর উৎস এবং তারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ।’

গাভাস্কার জানিয়ে দেন, ‘একজন শিশুর জীবন বাঁচানোর পর তার পরিবারের মুখে যে হাসি দেখা যায়, সেটাই আমাদের কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি পাওয়ার।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়