স্পোর্টস ডেস্ক
মাশরাফীর করোনা জয়ের অফিসিয়াল ঘোষণা নেই
ছবি- সংগৃহীত
মহামারি করোনাভাইরাসে গত ২০ জুন আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। কয়েকদিন জ্বর থাকায় করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এ অধিনায়ক। তবে ২১ দিন পর করোনা জয় করলেন নড়াইল এক্সপ্রেস।
মাশরাফীর এক বিশেষ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সূত্র জানিয়েছে, এখনো অফিশিয়ালি কোন কিছুই জানানো হয়নি। আগামীকাল তার স্ত্রীর ফের করোনা টেস্ট করা হবে। তখন বিস্তারিত জানানো হবে।
এর আগে ১৪ দিন পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও পজিটিভ হন মাশরাফী। এত দিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিয়েছেন।
গত ২৩ জুন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা পজিটিভ হন। করোনাকালে বড় ভাই মাশরাফীর সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। অনেক সহযোগিতা করেছেন তাকে। তারপর মাশরাফীর স্ত্রী ও করোনায় আক্রান্ত হন। তিনিও মাশরাফীর সঙ্গে থাকতেন। এর আগে মাশরাফীর শাশুড়ি ও বড় শ্যালিকা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তারা করোনা মুক্ত।
মাশরাফীর চিকিৎসার দেখভাল করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সব সময় তার খোঁজ নিয়েছেন। তিনিই মাশরাফীকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রেসক্রিপশনের ব্যবস্থা করেন। এছাড়াও বিসিবির মেডিকেল বিভাগ সার্বক্ষণিক তার খোঁজখবর রেখেছে।
করোনাভাইরাসের শুরু থেকেই নিজ আসনসহ সারাদেশের অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন মাশরাফী। এমপি হিসেবে কাজ করা ছাড়াও ব্যক্তিগতভাবে মানুষদের নানাভাবে সাহায্য করছেন তিনি।
নড়াইলে ডাক্তারদের হোম সার্ভিস চালু করেছেন মাশরাফী। এছাড়া নিজ খরচে নড়াইল সদর হাসপাতালের সামনে করোনা পরীক্ষার বুথ স্থাপন করেছেন সাবেক টাইগার অধিনায়ক।
আইনিউজ/এসবি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























