Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭, ১৪ জুলাই ২০২০

গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের মৃত্যু

ফ্রান্সের তুলুস শহরের একটি নাইট ক্লাবের পাশে গুলিবিদ্ধ হয়ে ফুটবলারের মৃত্যু হয়েছে। নিহত ফুটবলারের নাম ক্রিস্টোফার অরিয়ের। তিনি আইভরিকোস্টের নাগরিক।

তিনি ফুটবলার ফ্রান্সের পঞ্চম সারির ক্লাব তুলুস রদেওর খেলোয়াড় ছিলেন।

স্থানীয় সময় সোমবার ভোরের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ ঘটনার তদন্তকাজে জড়িত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তার শরীরে দুটি গুলি লাগে। ঘটনার পর পরই বন্দুকধারী পালিয়ে গেছে। কিন্তু একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্শ্ববর্তী একটি নাইট ক্লাব থেকে ছোড়া গুলিতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 ফরাসি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ২৬ বছর বয়সী ক্রিস্টোফারের পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

আইনিউজ/টিএ
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়