Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১৬ জুলাই ২০২০

এ বছরের আইপিএল আমিরাতে!

সব ঠিকঠাক থাকলে এ বছরের আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এমন কথাই বলছে।

অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। তবে তা স্থগিত হওয়ার ঘোষণা আসা সময়ের ব্যাপার। বিশ্বকাপের উইন্ডোতেই আইপিএল করতে চায় বিসিসিআই।

ভারতে করোনার প্রকোপ দিন দিন বাড়ছেই। এমন পরিস্থিতিতে সেখানে আইপিএল আয়োজন কঠিন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আগেই আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়ে রেখেছিল। দুবাইয়ে ভারতীয় দলের ট্রেনিং ক্যাম্পও করতে চায় বিসিসিআই।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ‘নাটকীয়ভাবে মুম্বাইয়ের পরিস্থিতি উন্নতি না হলে দুবাইয়ে আইপিএল আয়োজন হতে যাচ্ছে। তাই খুব সম্ভবত দুবাইয়ে ক্যাম্প আয়োজন করা হবে। একবার আইপিএল ভেন্যু চূড়ান্ত হয়ে গেলেই বাকি বিষয়ের দ্রুত নিষ্পত্তি ঘটবে।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়