Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ১৬ জুলাই ২০২০

বড় ভাই করোনা আক্রান্ত, কোয়ারেন্টাইনে সৌরভ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। বড় ভাইয়ের কোভিড-১৯ পজিটিভের পর হোম কোয়ারেন্টাইনে গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র প্রধান ও টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার সৌরভের হোম কোয়ারেন্টাইনের খবর নিশ্চিত করেছে দ্য হিন্দু।

বুধবার সৌরভের বড় ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি’র সেক্রেটারি স্নেহাশিসের কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

সিএবি’র প্রধান অভিষেক ডালমিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতেও স্নেহাশিসের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। তাতে বলা হয়, “মুহূর্তগুলো কঠিন। তিনি কলকাতার নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সামান্য জ্বর ছাড়া সবকিছু ঠিক আছে।”

এর আগে স্নেহাশিষের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে ২০ জুন থেকে সৌরভের সঙ্গে বসবাস করছেন তিনি। কিন্তু এতেও পার পেলেন না। আর ভাইয়ের সংস্পর্শে আসায় সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টাইনে গেছেন সৌরভ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়