Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১৭ জুলাই ২০২০

কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানি পেসার আমির

দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। নবজাতক কন্যা সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই আবার বাবা হওয়ার খবর জানিয়েছেন আমির। মেয়ের নাম রেখেছেন জয়া আমির।

টুইটারে বাঁহাতি পেসার আমির লিখেছেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহর রহমতে জয়া আমির আসলো।”

আমিরের আবার বাবা হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন সতীর্থরা। আরেক তারকা পেসার হাসান আলি লিখেছেন- “মাশাআল্লাহ, ভাই অভিনন্দন।”

পেসার সোহেল তানভীর লিখেছেন- “মাশাআল্লাহ, আপনাকে ও পরিবারকে অনেক অভিনন্দন।” উমর গুল লিখেছেন- “বহত বহত মোবারক হো।”

বেশ কিছুদিন প্রেমের পর ২০১৬ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির ও নার্গিস।  কিছুদিন পরই তাদের কোল আলোকিত করে আসে প্রথম কন্যা মিনসা আমির।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়