Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩২, ১৮ জুলাই ২০২০
আপডেট: ২০:৩৪, ১৮ জুলাই ২০২০

রোববার থেকে ব্যক্তিগত অনুশীলনে নামছেন ৯ ক্রিকেটার

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ম্যাচ, অনুশীলন সব কিছু থেকে দূরে ক্রিকেটাররা। পরিবারের সাথে ঘরেই কাটছে তাদের সময়। তবে এবার ব্যক্তিগত অনুশীলন শুরু করতে যাচ্ছেন মুশফিকুর রহিমসহ মোট ৯ ক্রিকেটার। ঢাকাসহ দেশের চার ভেন্যুতে এই ক্রিকেটারদের অনুশীলন চলবে।

কিছুদিন আগে বোর্ডে চিঠি দিলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদের নিরুৎসাহিত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের অনুশীলনের জন্য অবশ্য ভেন্যু প্রস্তুতি রেখেছিল আগে থেকেই। যাতে যে কোনো সময় শুরু করে দেওয়া যায় অনুশীলন।

গত সপ্তাহেই তারা সিদ্ধান্ত নেয় ব্যক্তিগত অনুশীলনে আগ্রহীদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার। আপাতত ৯ ক্রিকেটার অনুশীলন শুরু করবেন। সবার জন্য আলাদা করে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে শনিবার সূচি জানিয়েছে বিসিবি। আপাতত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত সূচি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দিন অনুশীলন করবেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন। ইমরুল কায়েস যোগ দেবেন সোমবার।

প্রথম দিন থেকেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলন করবেন অফ স্পিনার নাঈম হাসান।

ঢাকায় যারা অনুশীলন করবেন তারা রানিং ও জিম করার পাশাপাশি ইনডোরে নেট অনুশীলন করতে পারবেন। তবে সেটা বোলিং মেশিনে। কোনো নেট বোলার থাকবে না। ঢাকার বাইরের তিন ভেন্যুতে ক্রিকেটারদের জন্য শুধু রানিং আর জিম করার সুযোগ থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়