Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৫২, ১৯ জুলাই ২০২০

আমি স্পেশাল ওয়ান নই: জিদান

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভের পর কোচ হিসেবেও একের পর সাফল্যের দেখা পাচ্ছেন জিনেদিন জিদান। দুই বছর ক্লাবটিকে লা লিগা শিরোপা এনে দেওয়া ফরাসি এই কোচের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তাই বলে নিজেকে ‘বিশেষ কেউ’ মানতে নারাজ জিদান।

তারকা এই কোচ জানালেন, ‘স্পেশাল ওয়ান’ খেতাবে নয়, রিয়ালের কোচের দায়িত্ব পালন করাতেই খুশি তিনি।

লা লিগায় বার্সেলোনার টানা দুই মৌসুমের আধিপত্য ভেঙে দিয়ে গত বৃহস্পতিবার শিরোপা নিশ্চিত করে রিয়াল। এই নিয়ে দুই মেয়াদে ক্লাবটির কোচ হিসেবে ২০৯টি ম্যাচে ১১টি শিরোপা জিতলেন জিদান। প্রতি ১৯ ম্যাচে একটি করে শিরোপা!

সফল এই কোচকে ‘স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদ’ বলে উল্লেখ করেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

তবে টটেনহ্যাম হটস্পারের বর্তমান কোচ হোসে মরিনিয়ো আগে সাফল্যের বিবেচনায় নিজেকে ‘স্পেশাল ওয়ান’ উল্লেখ করতেন। যদিও বর্তমানে সাফল্যের ধারেকাছেও নেই পর্তুগিজ এই কোচ।

রিয়ালকে একের পর এক সাফল্য এনে দিলেও নিজেকে ‘স্পেশাল ওয়ান’ বলতে নারাজ জিদান- “না, না আমি এমনটা মনে করি না। আমি প্রতিদিনই এখানে এই খেলোয়াড়দের সঙ্গে আছি, আমি এতেই ভাগ্যবান।”

“এই ক্লাবে আছি এতেই আমি খুশি। কারণ এখানে আমি প্রতিটা দিনই অনেক উপভোগ করি।”

এর আগে রিয়াল সবশেষ লা লিগা শিরোপা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে, তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অংশগ্রহণে। এরপর টানা দুই মৌসুমে ব্যর্থতা। সেই ব্যর্থতা থেকে দলকে বের করে আনলেন জিদান।

তবে দলের প্রতিটা শিরোপা অর্জনের পেছনে খেলোয়াড়দেরই কৃতিত্ব দিলেন সাবেক ফরাসি এই ফুটবলার, “আমি মনে করি, প্রতিটা শিরোপাই আমরা আমাদের দলের যোগ্যতায় পাই। ওই সময়টাতে যেসব খেলোয়াড়রা থাকে তাদের যোগ্যতায় পাই।”

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়