স্পোর্টস ডেস্ক
জরিমানা দিয়ে তৃতীয় টেস্টে আর্চার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দলে নাম ছিল তার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুর দিন জানা গেল বাদ দেওয়া হয়েছে জোফরা আর্চারকে। কারণ তিনি করোনাভাইরাসের নিয়ম ভেঙ্গেছেন।
তবে করোনাভাইরাস প্রটোকল ভাঙার শাস্তিতে অল্পতেই পার পাচ্ছেন তারকা এই পেসার। জরিমানা করার পাশাপাশি লিখিতভাবে সতর্ক করা হয়েছে তাকে। তাই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলতে কোনো বাধা নেই তার।
‘বায়ো সিকিওর বাবল’- এর নিয়ম ভঙ্গের পর পাঁচ দিনের জন্য কোয়ারেন্টাইনে আছেন আর্চার। এরপর দুবার করোনার নমুনা টেস্ট হবে তার। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে ২১ জুলাই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।
প্রথম টেস্টের ভেন্যু সাউদাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের জন্য ম্যানচেস্টার আসার পথে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটিয়ে সিরিজ সংশ্লিষ্ট সবাইকেই ঝুঁকিতে ফেলেন আর্চার। আর এ কারণেই গত বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয় তাকে।
নিয়মভঙ্গ নিয়ে আর্চার নিজেও ক্ষমা চেয়েছিলেন- “যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি। যারা বায়ো সিকিউর আবহে আছেন, সবার কাছে ক্ষমা চাইছি।”
শনিবার ইংলিশ ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, “জোফরা আর্চারকে আনুষ্ঠানিকভাবে লিখিত হুঁশিয়ারি দেওয়ার সঙ্গে অপ্রকাশ্য অঙ্কের জরিমানা করা হয়েছে। ১৩ জুলাই সোমবার দলের জীবাণু সুরক্ষামূলক বিধিমালা ভঙ্গ করে অনুমোদিতভাবে হোভে তার বাড়িতে যাওয়ার কথা স্বীকার করেছেন তিনি।”
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























