Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৯ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা

করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা। রোববার মাগুরায় নতুন করে ৮ জন শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

নতুন ৮ জনের মধ্যে সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল (৫৭) আছেন বলে নিশ্চিত করেছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

তিনি জানান, “রোববার সাকিব আল হাসানের বাবাসহ মাগুরায় ৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।” 

নতুন শনাক্তদের মধ্যে সাতজন পৌর এলাকায় এবং একজন সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। সুস্থ হয়েছেন ১৬০ জন।

ক্রিকেটারদের পরিবারের মধ্যে এর আগে তামিম মাশরাফী, তামিম ও নাজমুল ইসলাম অপুর পরিবারে করোনায় সংক্রমণের খবর পাওয়া যায়। এবার করোনা হানা দিল দেশসেরা এই অলরাউন্ডারের পরিবারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়