Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ২০ জুলাই ২০২০

স্থগিত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ

করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে গেছে ক্রিকেটের অনেক সিরিজ, টুর্নামেন্ট। কিছুদিন আগে স্থগিত করা হয় এশিয়া কাপ। সোমবার স্থগিতের তালিকায় যুক্ত হলো ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এদিন বৈঠকের পর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

শুধু ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতই নয়, পুরুষদের আগামী দুটি বিশ্বকাপের সময়েও পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে। পরের বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপও অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়