Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ২১ জুলাই ২০২০

আরব আমিরাতেই বসছে এবারের আইপিএল

স্থগিত হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাতে দরজা খুলে গেল ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের। বিশ্বকাপের ওই সময়টা খালি পেয়ে আইপিএল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে আইপিএল এখনো শুরু হতে পারেনি। স্থগিত থাকা এই আসর সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বলে গুঞ্জন ছিল। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এবার নিশ্চিত করলেন, আরব আমিরাতেই বসবে এবারের আইপিএল।

গর্ভনিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে বলে ক্রিকইনফো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, আরব আমিরাতেই আইপিএল করার জন্য সরকারের থেকে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো কবে আইপিএল শুরু হবে তা ঠিক করেনি বিসিসিআই।

এর আগে ২০১৪ সালে ভারতে জাতীয় নির্বাচনের কারণে আইপিএলের কিছু অংশ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। সেখানে ভেন্যুগুলোর দূরত্ব কম, হোটেলসহ সব রকম অবকাঠামোগত সুযোগ-সুবিধা আছে।

ব্রিজেশ প্যাটেল বলেন, ‘আসল কথা হলো, ইউএইতে দারুণ অবকাঠামো আছে। ভেন্যু থেকে শুরু করে প্র্যাকটিস ফ্যাসিলিটিজ সবই ভালো। সেখানে অনেক ভালোমানের হোটেল আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, তারা জানে আমাদের কি প্রত্যাশা; কেননা ২০১৪ সালে তারা এই ইভেন্ট আয়োজন করেছিল।’

তবে প্রাথমিকভাবে ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। আইপিএল না করলে ৫৩৬ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হবে বিসিসিআইয়ের। তাই আইপিএল করতে মরিয়া ভারতীয় বোর্ড। তারা অপেক্ষায় ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়