Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২২ জুলাই ২০২০

আগামী ২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম

বেশ কিছুদিন ধরেই পেটের পীড়ায় ভুগছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মাঝেমধ্যেই পেটে তীব্র ব্যথা অনুভব করছেন। যা তাকে দিচ্ছে অস্বস্তিকর সময়।

দেশের বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার পরেও কেউই রোগ নির্ণয় করতে পারেন নি। তাই বাধ্য হয়ে বিদেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত তামিম ইকবালের।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুলাই (শনিবার) লন্ডন যাবেন তামিম ইকবাল। তামিমের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে তামিম শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

জানা গেছে, মাসখানেক ধরেই হঠাৎ হঠাৎ পেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন তামিম। সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ দেখা দেয়া সে ব্যাথার তীব্রতা প্রচণ্ড। প্রাথমিকভাবে দেশের শীর্ষ চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলেন তামিম। স্থানীয় চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শও দিয়েছিলেন।

কিন্তু প্রাথমিত পরীক্ষা নিরীক্ষায় রোগ নির্ণয় না হওয়ায় দেশের বাইরে চিকিৎসা করাতে মনস্থির করেছেন তামিম। শুরু থেকেই লন্ডনে পেটের ব্যাথার চিকিৎসা করানোর ইচ্ছে ছিল তামিমের।

লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে অনলাইনে প্রায় প্রতিদিন যোগাযোগ অব্যাহত রেখেছেন তামিম। এখন তার লন্ডন যাওয়ার ও চিকিৎসার অন্যান্য ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়