Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৩ জুলাই ২০২০
আপডেট: ১৫:১৩, ২৩ জুলাই ২০২০

এবার বাড়িতে বসেই আইপিএলের ধারাভাষ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ার ফলে মাঠে গড়াবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল।

এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। তবে খেলা মাঠে গড়ালেও গ্যালারিতে দেখা যাবে না ধারাভাষ্যকারদের! এমন খবর প্রকাশ করল ভারতীয় গণমাধ্যমগুলো।

দর্শকহীন মাঠে রাখা হবে না ধারাভাষ্যকারদেরও। এমন অবস্থায় ভার্চুয়াল কমেন্ট্রি আসন্ন আইপিএলে নতুন মাত্রা যোগ করতে পারে।

সম্প্রতি সেঞ্চুরিয়ন পার্কের একটি লাইভ ম্যাচে কমেন্ট্রি করছিলেন সঞ্জয় মাঞ্জেরেকার, ইরফান পাঠান। ঘরে বসেই দায়িত্ব নিপুণভাবে দায়িত্ব সামলেছেন তারা। নিজেদের অভিজ্ঞতা জানিয়ে পাঠান বলেছেন- “জাদুকরী অভিজ্ঞতা।”

করোনা পরিস্থিতিতে ঘরে বসেই ধারাভাষ্য দেওয়া এখন বর্তমান সময়ের দাবি। করোনা মহামারির মধ্যে সবাইকে সুরক্ষিত রাখাই নয়, স্বল্প খরচের বিষয়টিও এর সঙ্গে জড়িত।

অবশ্য মাঠে না গিয়ে অন্য একটি স্থানে থেকে আইপিএলে কমেন্ট্রি করার বিষয় এবারই নতুন নয়। গতবারেই মুম্বাইয়ের সম্প্রচারকারী চ্যানেলের স্টুডিও থেকে ধারাভাষ্যকাররা নিয়মিত কমেন্ট্রি করে গিয়েছেন, ১০ টি বিভিন্ন ভাষায়।

সম্প্রচারকারী স্টার স্পোর্টসের তরফ থেকে বলা হচ্ছে, আগামী দিনের ‘কমেন্ট্রি ফ্রম হোম’ বিষয়টাই হতে চলেছে সাধারণ বিষয়। সব মিলিয়ে এবারের আইপিএল যে অনেক নতুনের সাক্ষ্য রাখতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়