Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ২৫ জুলাই ২০২০

সৌরভ গাঙ্গুলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ

গত ১৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলির বড় ভাই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) চেয়ারম্যান স্নেহাশিষ গাঙ্গুলি। তারপরেই হোম কোয়ারেন্টাইনে চলে যান সৌরভ গাঙ্গুলি নিজে।

একই বাড়িতে থাকতেন স্নেহাশিষ গাঙ্গুলি ও সৌরভ গাঙ্গুলি। তাই একটা চিন্তা ছিল সৌরভ গাঙ্গুলি নিজেও করোনায় আক্রান্ত নয় তো?

এ প্রশ্নের জবাব পাওয়া যেত কেবল কোভিড-১৯ টেস্ট করানো হলেই। সেটি করিয়েছেন সৌরভ এবং পরীক্ষায় নেগেটিভ এসেছে তার নমুনার ফল।

শুক্রবার করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছেন কলকাতার প্রিন্সখ্যাত এ ক্রিকেটার। এ ব্যাপারে সৌরভ নিজে কোনো মন্তব্য না করলেও, তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে করোনা নেগেটিভের খবর ছাপিয়েছে কলকাতার সংবাদমাধ্যমগুলো।

সৌরভ করোনামুক্ত হলেও, এখনও পুরোপুরি সুস্থ হননি তার বড় ভাই স্নেহাশিষ। যার ফলে এখনও বেলে ভুই হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা আগের মতো স্থিতিশীলই রয়েছে। আর সৌরভসহ পরিবারের বাকি সদস্যরা বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়