Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ জুলাই ২০২০

করোনায় আক্রান্ত বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার জাভি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জাভি হার্নান্দেজ। বার্সেলোনার কিংবদন্তি এই মিডফিল্ডার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে কাতারের ক্লাব আল শাদের কোচ জাভি। এ মাসের শুরুতে কাতারের ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়ান তিনি। ক্লাবের পক্ষ থেকেও জাভির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

করোনার কারণে মার্চে স্থগিত হওয়ার কাতার ফুটবল লিগ শুক্রবার ফের শুরু হয়েছে। শনিবার জাভির দল মাঠে নামবে। তবে এর আগে জাভি ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘অফিশিয়াল প্রতিযোগিতায় ফিরতে আজ আমি দলের সঙ্গে থাকতে পারছি না। আমার জায়গায় টেকনিক্যাল স্টাফের প্রধান হিসেবে থাকবেন ডেভিড প্রাটস। কিছুদিন আগে আল শাদের নিয়ম মেনে সর্বশেষ পরীক্ষায় (কভিড-১৯) আমি পজিটিভ হয়েছি।’

বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলারের শরীরে অবশ্য কোনো উপসর্গ নেই। জাভি জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়