Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ২৭ জুলাই ২০২০

করোনা আক্রান্ত সমর্থকদের জন্য রোনালদোর শিরোপা উৎসর্গ

টানা নবম বারের মতো ইতালিয়ান লিগ সিরি আর শিরোপা ঘরে তুলেছে জুভেন্তাস। রোববার ঘরের মাঠে সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোরা। এই জয়ে দুই ম্যাচ হাতে থাকতেই শিরোপা নিশ্চিত হয় মাউরিসিও সারির দলের।

শিরোপা জয়ের পর এই অর্জন সমর্থকদের উৎসর্গ করেছেন রোনালদো। বিশেষ করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য।

সব মিলিয়ে ইতালিয়ান লিগে মোট ৩৬ বার শিরোপা জিতল জুভেন্তাস। রোনালদো ক্লাবটিতে যোগ দেওয়ার পর টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন।

শিরোপা নিশ্চিত হওয়ার ম্যাচে রোনালদো গোলও পেয়েছেন। যদিও শেষ দিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। অন্য গোলটি করেন ফেডেরিকো বার্নার্ডেসি।

সিরি আতে এ মৌসুমে রোনালদো এখন পর্যন্ত ৩১টি গোল করলেন। তাতে ৮৬ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন। ১৯৩৩-৩৪ মৌসুমে ফেলিস বোরেল সিরি আতে এক মৌসুমে রেকর্ড ৩১ গোল করেছিলেন। রোনালদো এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়।

রোনালদো করোনা আক্রান্ত জুভেন্তাস সমর্থকদের শিরোপা উৎসর্গ করে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘টানা দ্বিতীয় লিগ শিরোপা জিতে এবং দারুণ ও অসাধারণ ক্লাবটির হয়ে ইতিহাস গড়ে যেতে পেরে আমি ভীষণ খুশি। এই ট্রফি জুভেন্তুাসের সকল সমর্থকদের জন্য। বিশেষ করে যারা এই মহামারিতে ভুগেছেন এবং ভুগছেন।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়