Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ জুলাই ২০২০

সাবেক ফুটবলার গাফফার করোনা সংক্রমিত

সংগৃহীত

সংগৃহীত

সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন-চার দিন ধরে ঠান্ডা, কাঁশি ও জ্বর থাকায় সোমবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন সাবেক এ ফুটবলার। মঙ্গলবার সকালে রিপোর্ট পেয়েছেন করোনা পজিটিভ। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সাবেক এই তারকা ফুটবলার নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গত ২৪ জুন মায়ের মৃত্যুর দুইদিন পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছি। তারপর থেকে বলতে গেলে বাসাতেই ছিলাম। মাঝেমধ্যে অফিস যেতাম। গত তিন-চার দিন ধরে ঠান্ডা, কাঁশির সঙ্গে জ্বরও ছিল। তাই সোমবার কোভিড-১৯ পরীক্ষা করতে দিয়েছিলাম। মঙ্গলবার সকালে রিপোর্ট পেয়েছি। আমি ইতিমধ্যে ডাক্তার নির্দেশনামতো চিকিৎসা শুরু করে দিয়েছি’।

আবদুল গাফফার সবার কাছে দোয়া চেয়েছেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়