Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

খেলা ডেস্ক

প্রকাশিত: ০১:০৯, ৩০ জুলাই ২০২০

কোভিড-১৯ পজিটিভ রিয়াল ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে গতপরশুই অনুশীলনে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ফিরেই দুঃসংবাদ দিল স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন দলটির ফরোয়ার্ড মারিয়ানো দিয়াস।

মঙ্গলবার ফুটবলারদের নিয়মিত পরিক্ষায় তার শরীরে ভাইরাসের উপস্থিত পাওয়া যায় বলে বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

তবে দলের বাকি সদস্যরা করোনামুক্ত বলে নিশ্চিত করেছে মাদ্রিদ চ্যাম্পিয়নরা। শনাক্তের পর থেকেই আইসোলেশনে আছেন ডোমিনিকান ফরোয়ার্ড দিয়াজ। পরে ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় নিজেই জানিয়েছেন সুস্থ আছেন তিনি।

২৬ বছর বয়সী এই ডমিনিকান-স্প্যানিশ ফরোয়ার্ড শারীরিকভাবে সুস্থ আছেন। এখন তিনি বাড়িতে সেলফ-আইসোলেশনে থাকবেন।

এদিকে ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির বিপক্ষে তাকে পাওয়া নিয়ে তাই শঙ্কা দেখা দিয়েছে। করোনা ভাইরাসের কারণে ফুটবল স্থগিতের আগে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ ব্যাবধানে হেরেছিল রিয়াল। ফিরতি পর্বে তারা ইংলিশ ক্লাবটির মুখোমুখি হবে আগামী ৭ আগস্ট, ইতিহাদ স্টেডিয়ামে।

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়