Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ৩১ জুলাই ২০২০

বন্যার্তদের পাশে সাকিবের ফাউন্ডেশন

করোনা মহামারীর মাঝেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা শুরু হয়েছে। এবারের বন্যা অনেকটা স্থায়ী হয়েছে। তাই আশ্রয়হীন খাদ্যহীন হয়ে পড়ছে মানুষ। এই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

মহামারীর মাঝে তিনি সস্ত্রীক যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের সহায়তা করে যাচ্ছেন। সাকিব আল হাসান ফাউন্ডেশনকে ত্রাণ বিতরণে সহযোগিতা করছে প্রশাসন।

সাকিব আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে লিখেছেন, 'এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না! মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।

'সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র‍্যাব-১২)।'

'আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। আমাদের পথচলায় যোগ দিন। অনুদানের জন্য ভিজিট করুন www.sahfbd.com '

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়