Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩, ৩১ জুলাই ২০২০

নতুন গাড়ি কিনলেন রোনালদো, দাম ৯৫ কোটি টাকা!

সংগৃহীত

সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদো উপলক্ষ পেলেই কেনেন নতুন গাড়ি। পর্তুগিজ এই তারকার সংগ্রহে আছে অসংখ্য দামি ব্র্যান্ডের গাড়ির সমাহার। তাইতো জুভেন্তাসের হয়ে টানা দ্বিতীয় সেরি আ শিরোপা জয়ের পরও কিনলেন নতুন গাড়ি।

ইউরোপের সংবাদমাধ্যমে খবর, নতুন গাড়ি কিনতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী রোনালদো। ফরাসি স্পোর্টস কার ব্র্যান্ড বুগাত্তির সিনতোদিয়েসি মডেলের একটি গাড়ি অর্ডার করেছেন পর্তুগিজ এই ফুটবলার। এটির নাম ৮৫ লাখ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় ৯৫ কোটি!

করোনাবিঘ্নিত সেরি আর মৌসুমেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে জুভেন্তাস। টানা নবমবার ইতালির শীর্ষ লিগের শিরোপা ঘরে তুলেছে তুরিনের ক্লাবটি। আর তাতে বড় অবদান রোনালদোর। ৩৩ ম্যাচে করেছেন ৩১ গোল!

লিগ শিরোপা জয়ের পর পরই রোনালদোর সিনতোদিয়েসি মডেলের গাড়ি কেনার খবর আসলো। তবে গাড়িটি হাতে পেতে তাকে ২০২১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রোনালদোর সম্মানে জুভেন্তাসের জার্সির আদলে গাড়িটিতে সাদা-কালো মিশ্রণে রং করে দেবে বুগাত্তি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়