Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ২ আগস্ট ২০২০

ইম্মোবিলের জোড়া গোল্ডেন বুট জয়

সংগৃহীত

সংগৃহীত

কয়েক দিন আগে থেকেই ইতালিয়ান সেরি আ’র গোল্ডেন বুটের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন বুটেরও হাতছানি ছিল সামনে। শনিবার রাতে দুটিই নিশ্চিত করলেন লাৎসিও’র স্ট্রাইকার চিরো ইম্মোবিলে।

শনিবার রাতে সেরি আয় মৌসুমে শেষ ম্যাচে নাপোলির কাছে দল ৩-১ ব্যবধানে হারলেও একটি গোল করে গোল্ডেন দুটি জিতে নেন ইতালিয়ান এই তারকা ফুটবলার।

৩৬ গোল নিয়ে সেরি আ’র মৌসুম করলেন ইম্মোবিলে। ইতালির সর্বোচ্চ লিগে গোল্ডেন বুট জেতার দৌড়ে তার ঠিক পেছনেই ছিলেন জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ ম্যাচে রোমার বিপক্ষে বিশ্রাম থাকা পর্তুগিজ এই ফুটবলারের গোল সংখ্যা ৩১টি।

এই নিয়ে তৃতীয়বার ইতালিয়ান লিগের গোল্ডেন বুট জিতলেন ইম্মোবিলে। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ২২ গোল করে এবং ২০১৭-১৮ মৌসুমে ২৯ গোল করে এই পুরস্কার জেতেন ইতালিয়ান এই ফুটবলার।

আর ইউরোপিয়ান গোল্ডেন বুটের প্রতিযোগিতায় ইম্মোবিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বুন্ডেস লিগায় ৩৪ গোল করা বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের তারকা খেলোয়াড় রবার্ট লেভানডোস্কি।

জার্মান এই তারকাকে দুই গোলে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের পুরস্কারটি নিজের করে নিলেন ইম্মোবিলে। ২০০৬-০৭ মৌসুমে রোমা তারকা ফ্রান্সেকো টট্টির পর প্রথম ইতালিয়ান হিসেবে এই পুরস্কার জিতলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়