Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ৬ আগস্ট ২০২০

করোনায় আক্রান্তের গুঞ্জন উড়িয়ে দিলেন লারা

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রায়ান লারা। সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।

করোনা টেস্ট করিয়েছিলেন লারা। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই জনগনকে ‘ভুল তথ্য’ না ছড়াতে আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লারা বলেন, “আমার করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে বলে এমন অনেক গুজব আমি পড়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টি আমি পরিষ্কার করছি। এই তথ্য কেবল মিথ্যাই নয়, করোনা পরিস্থিতিতে এরই মধ্যে যারা এরই মধ্যে টের পাচ্ছেন তাদের জন্য ক্ষতিকারকও।”

লারা জানিয়েছেন, এই ভুল তথ্য তাকে কোনো ক্ষতি করে নাই। তবে এই ধরনের ‘কাণ্ডজ্ঞানহীন’ ও ‘অপ্রয়োজনীয়’ আশপাশে মানুষকে ‘উদ্বেগ’ করে তোলে।

“অতিরঞ্জন করার জন্য আমাদের এই ভাইরাস নেতিবাচকভাবে ব্যবহার করা উচিত নয়। কভিড-১৯ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমার আশা সবাই নিরাপদ থাকব এই আশা ও আশীর্বাদ করি।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়