Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ৭ আগস্ট ২০২০

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন সন্ত্রাসী হামলা

পাকিস্তানে স্থানীয় পর্যায়ের একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে, আফগানিস্তান ঘেঁষা প্রদেশ খয়বার পাখতুনখোয়ার ওরাকজায় জেলায় ‘আমান ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল চলাকালে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টুর্নামেন্টটির ফাইনাল দেখতে স্থানীয় স্টেডিয়ামে অনেক দর্শক সমবেত হয়েছিলেন। এর মধ্যে অনেক রাজনৈতিক কর্মী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

ম্যাচটি শুরু হতেই পার্শ্ববর্তী পাহাড় থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে সন্ত্রাসীরা। দ্রুত স্টেডিয়াম থেকে পালিয়ে জীবন বাঁচান খেলোয়াড়, দর্শকেরা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াত উলেমা-ই-ইসলামের নেতা হাজি কাসিম গুল। সন্ত্রাসী হামলার কারণে ম্যাচটি বাতিল করতে হয়েছে।

একজন দর্শক জানান, এত বেশি গুলি ছোড়া হচ্ছিল যে, খেলা বাতিল করা ছাড়া আয়োজকদের আর কোনো বিকল্প ছিল না। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে ওরাকজাই জেলার পুলিশ অফিসার নিসার আহমেদ খান জানান, এই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির কোনো তথ্য তাদের হাতে নেই। ঘটনাটির পর সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়