Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ৮ আগস্ট ২০২০
আপডেট: ০১:৩৮, ৯ আগস্ট ২০২০

বাগদান সম্পন্ন করলেন ক্রিকেটার চাহাল

করোনা লকডাউনের মাঝেই অনেকটা নীরবে বিয়ে সেরেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এর মধ্যে বাবাও হয়েছেন তিনি। এবার করোনা মহামারির মাঝেই বাগদান সেরে ফেললেন ভারতীয় দলের আরেক তারকা যুজবেন্দ্র চাহাল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবরটি দিলেন। সেই সঙ্গে হবু বউয়ের ছবিও পোস্ট করেছেন চাহাল। টুইটার ও ইনস্টাগ্রামে বাগদত্তার সঙ্গে নিজের ছবি পোস্ট করে চাহাল লেখেন, ‘পরিবারের সম্মতিতেই আমরা হ্যাঁ বলেছি।’

ইনস্টাগ্রাম প্রোফাইলের তথ্য অনুযায়ী চাহালের হবু স্ত্রী ধনশ্রী বর্মা পেশায় একজন ডাক্তার। সঙ্গে তিনি একজন কোরিওগ্রাফার এবং একজন পরিচিত ইউটিউবার। ৩০ বছর বয়সী চাহাল সাদা বলে ভারতীয় দলের নিয়মিত মুখ। এখন পর্যন্ত ৫২ ওয়ানডে ও ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়