Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১১ আগস্ট ২০২০

জাদেজার স্ত্রীর সঙ্গে তর্ক করতে গিয়ে হাসপাতালে পুলিশ!

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার স্ত্রী মাস্ক ছাড়াই বাইরে বের হয়েছিলেন। রাস্তায় পুলিশ গাড়ি আটকাল। তারপর এমনই তর্ক জুড়েছিলেন, হাঁসফাঁস করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন উল্টো ওই পুলিশই। 

মঙ্গলবার রাতের ঘটনা। রাজকোটে পুলিশ যে গাড়িটি আটকেছিল, তাতে জাদেজাই ছিলেন স্ত্রীর সঙ্গে। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, জাদেজার মুখে মাস্ক ছিল। ছিল না তার স্ত্রী রিভাদার। স্থানীয় সময় রাত ৯টার দিকে কিষানপাড়া চক নামক স্থানে গাড়ি আটকে দেন নারী কনস্টেবল সোনাই গোসাই।

মাস্ক না পরায় শাস্তি হিসেবে জরিমানার কথা তুলেছিলেন নারী কনস্টেবল। এরপরই তর্কে জড়িয়ে পড়ে জাদেজা দম্পত্তি। জাদেজা অবশ্য পুলিশের কাছে অভিযোগ করেছেন, ওই নারী কনস্টেবল খুব বাজে আচরণ করেছেন তাদের সঙ্গে।

‘টাইমস অব ইন্ডিয়া’র খবর, ভীষণ তর্কাতর্কির পর অসুস্থ হয়ে পড়েন পুলিশ কনস্টেবল গোসাই। পরে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের ডেপুটি কমিশনার মনোহারসিং জানিয়েছেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন। তবে কোনো মামলা হয়নি।

ডেপুটি কমিশনার বললেন, ‘কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাইনি। যতটুকু জানতে পেরেছি, জাদেজা মাস্ক পরেছিলেন। কিন্তু তার স্ত্রী সম্ভবত মাস্ক পরিহিত ছিলেন না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়