Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১২ আগস্ট ২০২০
আপডেট: ১৫:০৬, ১২ আগস্ট ২০২০

শুরুর আগেই আইপিএলে করোনার হানা!

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। তাই এ বছরের আইপিএল আরব আমিরাতে আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সেই অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতের তিন ভেন্যুতে চলবে আইপিএলের ত্রয়োদশ আসর। কিন্তু  এর মধ্যেই বিশাল ধাক্কা খেল  প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস।

দলটির ফিল্ডিং কোচ ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দিশান্ত ইয়াগনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিশান্ত নিজে এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

বর্তমানে উদয়পুরের একটি হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিশান্ত টুইটারে লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনে আমার সংস্পর্শে আসা সবাই দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নিন।’

যথাসময়ে আইপিএলে যোগ দিতে পারা আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘এখন বিসিসিআই প্রটোকল মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। পরে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই রাজস্থানের সঙ্গে যোগ দিতে পারব। দোয়া ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

রাজস্থানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা মোতাবেক দুইটি টেস্টের বাইরেও আমরা নিজেরা একটি বাড়তি টেস্ট করিয়েছি। যাতে করে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কোনো সন্দেহ না থাকে। গত ১০ দিনে দিশান্তের কাছাকাছি আসা সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ করছি। আমরা নিশ্চিত করছি যে, গত ১০ দিনে রাজস্থানের কোন খেলোয়াড় দিশান্তের সংস্পর্শে আসেনি। দিশান্তের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়