Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৬:৫৩, ১২ আগস্ট ২০২০

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় যাচ্ছে জাতীয় ক্রিকেট দল

জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি’র পক্ষ থেকে। সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা।

জাতীয় দলের পাশাপাশি একই সময়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। বুধবার সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেন বিসিবি’র গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এই সফরে তিন ম্যাচের একটি টেস্ট ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে।

টেস্ট সিরিজ শুরু হতে দেরি হলেও এক মাস আগেই লঙ্কায় পাড়ি জমাবে বাংলাদেশ দল। করোনা ঝুঁকি এড়াতে সেখানে গিয়ে কোয়ারেন্টাইন পালন করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য শিগগিরই ২৪ সদস্যের এইচপি দল ঘোষণা করবে বিসিবি। শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ রয়েছে তাদের।

তার আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করাই হবে বাংলাদেশ এইচপি খেলোয়াড়দের মূল কাজ। তারা দেশেও ফিরবে জাতীয় দলের সঙ্গে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়