Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০২, ১৩ আগস্ট ২০২০

আমরা কখনো বিদায়ের চিন্তা করি নি: নেইমার

কঠিন এক লড়াইয়ে শেষ মুহূর্তের দুই গোলে আতালান্তাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

ম্যাচটিতে হারের শঙ্কায় পড়ে গেলেও একবারো বিদায়ের কথা ভাবেননি বলে জানালেন দলটির তারকা খেলোয়াড় নেইমার।

পর্তুগালের লিসবনের স্তাদিও দা লুসে বুধবার রাতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে ইতালিয়ান ক্লাবটিকে ২-১ গোলে হারায় পিএসজি। শেষ মুহূর্তে বিজয়ীদের হয়ে দুটি গোল করেন মার্কিনিয়োস ও এরিক মাক্সিম চুপো-মটিং।

এর আগে ম্যাচের ২৬তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল প্যারিসের ক্লাবটি। একাধিকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পাচ্ছিলেন না নেইমার ও এমবাপেরা।

অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেও ম্যাচে একবারো হেরে যাওয়া কথা ভাবেননি বলে জানালেন নেইমার। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন, “এটা অসাধারণ একটি রাত, তবে কঠিন ছিল।”

“আমরা জানতাম, আতালান্তা দুর্দান্ত একটি দল। পুরো মৌসুম জুড়ে তারা অসাধারণ খেলেছে। এই প্রতিযোগিতায় তারা বিস্মিত হওয়ার মতো একটি দল।”

“তবে আমরা কখনো বিদায় হয়ে যাওয়ার চিন্তা করিনি। কখনো বাড়ি ফিরে যাওয়ার চিন্তাও করিনি। আমি ফাইনালে যেতে চাই, আমার এই ভাবনা কেউ সরাতে পারবে না।”

“এটা অসাধারণ একটি ম্যাচ ছিল, কঠিন ছিল। আমরা খুশি এই অর্জনে। মানসিক যে ধকলটা গেল, এখন আমাদের বিশ্রাম দরকার।”

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়