Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ১৩ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত সাবেক ফুটবলার বাদল রায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে’র সহসভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গণমাধ্যমকে এই খবর নিজেই নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, বুধবার করোনার উপসর্গ নিয়ে রাজধানীর আজগর আলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরীক্ষা করানোর পর কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

“আমি এখন ভালো আছি। শুধু সামান্য গলা ব্যথা আছে। এ ছাড়া আর কোনো উপসর্গ নেই। ডাক্তার আমাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। এ জন্য বাড়ি চলে এসেছি। সব রকম নিয়ম মেনে চলছি। আমার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”

সাবেক এই ফুটবলার বাফুফের সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত খেলেছেন। মোহামেডানের জার্সিতে লম্বা সময় মাঠ মাতিয়েছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলেছেন ১৯৭৭-১৯৮৯ সাল পর্যন্ত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়