Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৪ আগস্ট ২০২০

চূড়ান্ত হলো অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফরের দিনক্ষণ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে অনেকদিন ধরেই বন্ধ ছিল খেলা। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় খেলায় ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইংল্যান্ড সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)।

এই সফরে ইংলিশদের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৪ সেপ্টেম্বর। ৬ ও ৮ সেপ্টেম্বর হবে সিরিজের অপর দুই ম্যাচ।

ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারে, যথাক্রমে ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দুটি খেলতে পারলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট অনেকটা কাটিয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে ২৩ আগস্ট দেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল। স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে সিএ।

ইংল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন এগার, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, জশ হ্যাইজেলউড, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, রিলে মেরিডিথ, জশ ফিলিপ, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু ট্রাই, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়