Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ১৫ আগস্ট ২০২০

অনিশ্চিত হয়ে পড়ল বার্সা কোচের ভবিষ্যৎ

বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন ও অধিনায়ক লিওনেল মেসির মধ্যে তেমন মিল নেই। শোনা যাচ্ছিল, ক্লাবটিতে এই কোচের ভবিষ্যৎ অনিশ্চিত। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে উড়িয়ে যাওয়ার পর সেই সম্ভাবনা আরও জোরালো হলো।

শুক্রবার রাতে পর্তুগালের লিসবনে ইউরোপ সেরার শেষ আটের লড়াইয়ে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারে বার্সেলোনা। প্রতিযোগিতাটিতে এর আগে এত বড় হার কখনো দেখেনি ক্লাবটি।

বার্সেলোনার এমন পরাজয়ে সবাই হতবাক। ম্যাচ শেষে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ তো বলেই দিয়েছেন, কয়েক দিনের মধ্যে ‘কিছু সিদ্ধান্ত’ নিতে যাচ্ছেন তিনি। এর মধ্যে যে কোচ সেতিয়েনের বিষয়টিও থাকছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।

বিষয়টি আঁচ করতে পেরেছেন সেমিয়েনও। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্প্যানিশ এই কোচ জানালেন এখনই এ ব্যাপারে কথা বলতে চান না তিনি।

“আমি কোচের দায়িত্ব চালিয়ে যাব কি-না এ ব্যাপারে এখনই কথা বলাটা খুব দ্রুত হয়ে যাবে। এছাড়া বিষয়টা আমার ওপর নির্ভর করে না। পরিস্থিতি এবং খুবই দুঃখজনক এই হার বিবেচনায় নিয়ে আরও বৃহৎ পরিসরে ভাবার প্রয়োজন আছে।”

বায়ার্নের কাছে পরাজয়ের পর ক্যাম্প ন্যুতে ব্যাপক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্দ পিকেও- “ফুটবল এমন একটা খেলা, যেখানে পরিবর্তনটা সবসময় দরকার জয়। আমরা যে অবস্থায় আছি, সেখানে অবশ্যই পরিবর্তন আনতে হবে। কারণ, আমি বিশ্বাস করি, আমরা গোড়াতে আঘাত করেছি। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যারা ক্লাবের জন্য সঠিক কাজগুলো করে আমাদের সেসব মানুষকে বিশ্বাস করতে হবে।”

গত জানুয়ারিতে সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের স্থলাভিষিক্ত হওয়া সেতিয়েন আগে থেকেই চাপে পড়ে আছেন। মৌসুমের অধিকাংশ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত রিয়ালের কাছে লা লিগা শিরোপা হারিয়েছেন। এছাড়া সেতিয়েনের কৌশল নিয়ে আপত্তি বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়দের।

বার্সেলোনা সভাপতি বার্তেমেউ বলেন, “এখন এটা কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় না। এটা ক্লাবের সদস্যবৃন্দ, সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার সময়। কারণ এটা তাদের কারও জন্য ভালো দিন নয়।”

“আমরা কষ্ট পাচ্ছি। তবে আগামী সপ্তাহের দিকে আমরা সিদ্ধান্তগুলো নেওয়া শুরু করব।”

এই পরাজয়কে ‘চরম বেদনাদায়ক’ বলে উল্লেখ করে সেতিয়েন বলেছেন- “যখন এমন কিছু ঘটে তখন একজন কোচের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। এটা স্বাভাবিক। তবে ঠিক এখনই এটা আমাকে বিরক্ত করে না।”

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়