Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১৫ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত বার্সেলোনার ফ্রেঞ্চ ডিফেন্ডার

এবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হলেন বার্সেলোনার ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি।  শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

আশার কথা হলো, উমতিতি সুস্থ আছেন। কোভিড-১৯ রোগের কোনো লক্ষণ নেই তার শরীরে। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

এরই মধ্যে ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্পোর্টিং এবং স্বাস্থ্য কর্তৃপক্ষকে উমতিতির খবর জানিয়ে দেয়া হয়েছে এবং তার সংস্পর্শে আসা সকলকে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেয়া হয়েছে। যাতে করে অবস্থা বুঝে পিসিআর টেস্ট করানো যেতে পারে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে বর্তমানে লিসবনে অবস্থানরত বার্সেলোনা দলের সঙ্গে পর্তুগাল সফরে যাননি উমতিতি।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়