Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:৪৬, ১৬ আগস্ট ২০২০

ম্যানসিটিকে বিদায় করে সেমিতে লিওঁ

ফেবারিটের তকমা নিয়েও লিওঁ’র সঙ্গে পারল না ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাবটির কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকেই বিদায় নিল পেপ গার্দিওলার দল।

পর্তুগালের লিসবনে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলে ম্যানসিটিকে হারায় লিওঁ। বিজয়ীদের হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে। অপর গোলটি করেন আইভরিয়ান ফরোয়ার্ড ম্যাক্সওয়েল কর্নেট। সিটির হয়ে ব্যবধান কমানো গোলটি করেন কেভিন ডি ব্রুইনে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম ফ্রান্সের দুই দল সেমি-ফাইনাল খেলতে যাচ্ছে। ফাইনালের ওঠার লড়াইয়ে লিওঁর প্রতিপক্ষ বুন্ডেস লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। অপর ফরাসি দল পিএসজি’র প্রতিপক্ষ আরবি লাইপজিগ।

সেমি-ফাইনালের রণ কৌশলে কিছুটা পরিবর্তন এসেছিলেন সিটি কোচ গার্দিওলা। নামিয়েছিলেন একজন বাড়তি ডিফেন্ডার। তিন-সেন্ট্রাল ডিফেন্ডারের কৌশল কাজে দেয়নি। অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও কাজের কাজ হয়নি।

 

ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় লিওঁ। ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের লম্বা শটে লক্ষ্যভেদ করেন আক্রমণভাগের খেলোয়াড় কর্নেট। এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধের বল দখলে রেখে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে সিটি। ৬৯তম মিনিটে সমতায় ফেরায় ক্লাবটি। রাহিম স্টার্লিংয়ের পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান দিকে কোনাকুনি শটে জালে বল জড়ান বেলজিয়ান মিডফিল্ডার ব্রুইনে।

এরপর এগিয়েও যেতে পারত সিটি। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইংলিশ উইঙ্গার স্টার্লিং।

আবার তেতে ওঠে লিওঁ। হুমেস আওয়ারের পাসে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে লম্বা শটে জালে বল পাঠান মুসা দেম্বেলে। সিটি’র গোলরক্ষক এদেরসনের মোরায়েসে পায়ে বল লাগলেও কিছু করার ছিল না তার।

খানিক পরই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু গোলপোস্টের খুব কাছে বল পেয়েও শট লক্ষে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুস।

ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আবার জ্বলে ওঠেন দেম্বেলে। সিটি গোলরক্ষক এদেরসনের গোলে ভুলে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সেমি-ফাইনালে ওঠার বাধভাঙা উল্লাসে মাতে শেষ ষোলোয় জুভেন্তাসকে হারিয়ে আসা লিওঁ।

হতাশায় মুখ লুকায় সিটি। এই নিয়ে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালেই থামতে হলো দলটির কোচ গার্দিওলাকে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়