স্পোর্টস ডেস্ক
বাফুফে ভবনে আগুন!
ফাইল ছবি
রোববার (১৬ আগস্ট) বিকেলে আগুন ধরে যায় বাফুফে ভবনের একটি কক্ষে। দ্বিতীয় তলার যে কক্ষে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বসেন ঠিক তার মাথার ওপর তৃতীয় তলার কক্ষে আগুন ধরে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকেলে সাড়ে ৪টা এবং পৌনে ৫টার মধ্যে কক্ষটি থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকলে বাফুফে ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন তার কক্ষেই ছিলেন।
আগুন! আগুন!! আগুন!!! চারদিক থেকে এই আওয়াজ আসতে থাকলে বাফুফে ভবনের মধ্যে অবস্থানরত সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটির এক সদস্য এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সভাপতি কাজী সালাউদ্দিনসহ সবাই দ্রুত নিচে নেমে ভবনের সামনে মাঠে নিরাপদ স্থানে অবস্থান করেন।
খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, তৃতীয় তলার ওই কক্ষটিতে রেফারিরা বসেন। বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেন, ‘শর্টসার্কিটে এসিতে আগুন ধরে গিয়েছিল। আমরা সভাপতিকে নিয়ে দ্রুত নিচে নেমে যাই এবং বিদ্যুতের সব লাইন বন্ধ করে দেই। ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে বিদ্যুতের লোকজন এসে চেক করে সব ঠিক করে দেন।’
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























