Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১৬ আগস্ট ২০২০

করোনায় ভারতের সাবেক ওপেনারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের সাবেক ওপেনার চেতন চৌহান। গত ১২ জুলাই কভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন ৭৩ বছর বয়সী এই ওপেনার।

অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৩৬ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর রবিবার না ফেরার দেশে পাড়ি দেন উত্তর প্রদেশের বর্তমান মন্ত্রী।

ডানহাতি ব্যাটার চেতন চৌহান ১৯৬৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন। সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী হিসেবে দারুণ পরিচিতি মিলে তার।

চৌহানই প্রথম ক্রিকেটার, যিনি কোনো সেঞ্চুরি না করে টেস্টে ২ হাজারের বেশি রান করেন। টেস্টে ১৬টি হাফ সেঞ্চুরি করেছেন। ৩১.৫৭ গড়ে তার ঝুলিতে রয়েছে ২০৮৪ রান। টেস্টে চৌহানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৯৭ রানের। ৭ ওয়ানডেতে তার সংগ্রহ ১৫৩ রান।

খেলোয়াড়ি জীবন শেষে সংগঠক, রাজনীতিবিদ হিসেবেও ছিলেন দারুণ সফল। ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

মৃত্যুর আগ পর্যন্ত উত্তর প্রদেশের মন্ত্রিসভায় সৈনিক ওয়েলফেয়ার, হোম গার্ডস, পিআরডি ও সিভিল সিকিউরিটি দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি।

চেতন চৌহানের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় ক্রিকেট জগতে নেমে এসেছে শোকের ছায়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়