Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ আগস্ট ২০২০
আপডেট: ১৪:১৫, ১৭ আগস্ট ২০২০

চলে গেলেন সাবেক হকি তারকা এহতেশাম সুলতান

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় এবং কোচ, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এহতেশাম সুলতান বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হকি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি তার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়ে আসছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে আনা গেল না।

সোমবার (১৭ আগস্ট) ভোরে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এহতেসাম সুলতানের ছোট ভাই জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি।

বিকেল ৩টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তার নামাজে জানাজা হবে। এহতেশাম সুলতানের মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ) গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। এহতেশাম সুলতান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি কর্তৃক সম্মানিত হয়েছিলেন।

সাবেক এ কোচের মৃত্যু সংবাদ পাওয়ার পর সকালে বিমানবাহিনী ঘাঁটিতে চলমান অনূর্ধ্ব-২১ দলের ফিটনেস ক্যাম্পে প্রশিক্ষণরত খেলোয়াড়রা এক মিনিট নিরবতা পালন করেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়