Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:১৮, ১৮ আগস্ট ২০২০

বার্সায় যোগ দিতে নেদারল্যান্ডসের ‘দায়িত্ব ছাড়ছেন’ কোম্যান

বার্সার নতুন কোচ হওয়ার জন্য নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছাড়তে যাচ্ছেন রোনাল্ড কোম্যান। তিনি ইতিমধ্যে নিজের সিদ্ধান্তের কথা ডাচ ফুটবল ফেডারেশন কেএনভিবি’কে জানিয়ে দিয়েছেন। খবর মার্কার।

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজমের পর কিকে সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বার্সা। ক্লাবটিতে মেসির থাকা না থাকা নিয়েও চলছে আলোচনা।

মার্কা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় বার্সার পরিচালনা পর্ষদের সঙ্গে কোম্যান মিটিং করেছেন। তারপরই নেদারল্যান্ডসের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেননি।

নেদারল্যান্ডসের সঙ্গে কোম্যানের ২০২০ ইউরো পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিশেষ চুক্তিতে দলটিতে তার মেয়াদ বেড়েছে।

মার্কা বলছে, মেয়াদ বাড়লেও কোম্যানের দল ছাড়ার সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগাতে রবিবারই তিনি চলে আসেন বার্সেলোনায়।

কোম্যানের সঙ্গে সহকারী হিসেবে আসার কথা চলছে হফেনহাইমের সাবেক কোচ আলফ্রেড শ্রেউডারের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়