Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪, ১৮ আগস্ট ২০২০

সিপিএলের পর্দা উঠছে আজ রাতে

আজ মঙ্গলবার  রাতে পর্দা উঠছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)। বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

করোনাভাইরাসের সতর্কতার কারণে এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আসরের ৩৩টি ম্যাচের মধ্যে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

তবে বিশ্বব্যাপী ভ্রমণজনিত নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি খেলোয়াড়দের এবার দেখা যাবে না সিপিএলে। এছাড়া টুর্নামেন্টের সূচিও সংক্ষিপ্ত করে আনা হয়েছে ২৩ দিনের মধ্যে। আজ শুরু হয়ে সিপিএলের পর্দা নামবে ১০ সেপ্টেম্বর। পরে আবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল।

সিপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে গতবারের রানার্সআপ ত্রিনবাগো নাইট রাইডার্স ও পাঁচবারের ফাইনালিস্ট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো বার্বাডোজ ট্রাইডেন্টস, জ্যামাইকা তালাওয়াজ, সেইন্ট লুসিয়া জুকস এবং সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়