Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ১৮ আগস্ট ২০২০

আইপিএলের টাইটেল স্পন্সরশিপ জিতল ড্রিম ১১

আইপিএলের তেরোতম আসরের জন্য স্পন্সর হওয়ার লড়াইয়ে আনএকাডেমি এবং বাইজুকে পেছনে ফেলে আইপিএলের টাইটেল স্পন্সরশিপ জিতে নিলো ড্রিম ১১। আইপিএল গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল নিশ্চিত করেছেন এই তথ্য।

ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকে ড্রিম ১১। আইপিএলের স্পন্সরশিপ জিততে ভারতীয় প্রতিষ্ঠান বাউজু ২০১ কোটি রুপি, আনএকাডেমি ১৭১ কোটি রুপি দিতে রাজি ছিল। কিন্তু ২৩৪ কোটি রুপি (প্রায় ২৬৫ কোটি টাকা) দিয়ে আইপিএলের স্পন্সরশিপ স্বত্ব জিতে নেয় ড্রিম ১১।

চীনের সঙ্গে লাদাখে যুদ্ধাবস্থার কারণে যেন হঠাৎ করেই জেগে উঠে ভারতীয় জাতীয়তাবাদ। ফলে সমালোচনার মুখে চীনা মোবাইল কোম্পানি ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়।

ভিভো সরে দাঁড়ানোর কারণে এবারের আইপিএল আয়োজক বিসিসিআইও পড়ে যায় মহা বিপাকে। মাত্র এক বছরের জন্য নতুন স্পন্সর সংগ্রহ করাটাও কঠিন। তবুও তারা আন্তর্জাতিক বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনে সাড়া দিয়ে আইপিএলের টাইটেল স্পন্সর কিনতে ঝাঁপিয়ে পড়ে ভারতের নামি-দামি প্রতিষ্ঠানগুলো। তাদের মধ্যে জয়ী হলো ড্রিম ১১।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়