Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৩, ১৯ আগস্ট ২০২০

মেসি বার্সেলোনায় থাকছেন

মেসি বার্সেলোনা থেকে অবসর নেবার সিদ্ধান্ত থেকে সরে আসবে না বলে মনে করেন বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেয়ো। এছাড়া ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর আবিদাল নিজ থেকে চলে গেছেন বলে জানান প্রেসিডেন্ট। এছাড়া দ্রুতই বার্সার আর্থিক সমস্যা কেটে যাবে বলে জানান তিনি। বার্সেলোনাতেই থাকবেন মেসি। তাকে কেন্দ্রে রেখেই দল গঠন করা হবে।

বার্সায় কোচ হবার ডাকে সাড়া দিয়ে ইতোমধ্যে বার্সেলোনায় পৌঁছেছেন রোনাল্ড কোম্যান। স্পেনে ঢুকেই গণমাধ্যম এড়িয়ে সোজা বার্সার উদ্দেশে ছুটে গেছেন ডাচ ম্যান। কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেয়োর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। হয়তো দুই পক্ষের হিসেব চুকিয়ে নেয়ার কাজটিই করা হয়েছিল আগামী দিনের বার্সেলোনা গড়ার স্বার্থে।

বৈঠক শেষে কি আলোচনা হয়েছে তা জানাতে সরাসরি গণমাধ্যমের কাছে হাজির বার্তমেয়ো। তবে যাকে নিয়ে সব আবর্তিত হয়, সেই মেসি বার্সায় থাকছেন কিনা সেটাই সবার আগ্রহের কেন্দ্র।

জ়োসেপ মারিয়া বার্তেমেয়ো বলেন, মেসি অনেকবার বলেছেন সে বার্সায় থেকেই অবসরে যেতে চায়। আমি মনে করি সে তার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবে না। আমি কোমেনের সঙ্গে তাকে রাখার ব্যাপার কথা বলেছি। সেও মনে করে মেসি তার পূর্ব সিদ্ধান্ত থেকে বেরিয়ে যাবেন না।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়