Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২৬, ১৯ আগস্ট ২০২০

করোনায় ক্রিকেটার মোশাররফের বাবার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলে বাবা মহিউদ্দিন খন্দকার।

মঙ্গলবার(১৮ আগস্ট) রাত ৮ টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মহিউদ্দিন খন্দকারের বয়স হয়েছিল ৭৫ বছর। সিএমএইচে গত ৩ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন মোশাররফও। তিনি সুস্থ হয়ে উঠলেও বাঁচলেন না তার বাবা।

মোশাররফের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

গত এক বছর ধরে খুব বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা মোশাররফ। গত বছরের শুরুতে ব্রেন টিউমার ধরা পড়ে তার। সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন তিনি।

৩৮ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে তেমন আলো ছড়াতে না পারলেও ঘরোয়া লিগে নিয়মিত মুখ।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে নিয়মিত খেলছেন মোশাররফ। দুবার ওয়ালটনকে বিসিএলের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়