Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৯ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ২৩:০১, ১৯ আগস্ট ২০২০

সুয়ারেজকে চায় জুভেন্তাস

বার্সেলোনা ছেড়ে লুইস সুয়ারেজ তার পুরোনো ঠিকানা আয়াক্সে ফিরতে পারেন বলে গুঞ্জন চলছে। শুধু আয়াক্স নয়, জুভেন্তাসও নাকি উরুগুইয়ান ফরোয়ার্ডকে নতুন মৌসুমের জন্য টার্গেট করে রেখেছে। সংবাদমাধ্যমে এমন প্রতিবেদন ওঠে এসেছে।

সুয়ারেজকে জুভেন্তাস দলে ভেড়াতে চায় এমন খবর সামনে এনেছেন ইতালিয়ান সাংবাদিক গিয়াকোমো ইয়াকোবেলিস। ডাচ ক্লাব আয়াক্সের কথাও এ ক্ষেত্রে শোনা যাচ্ছে জোরেশোরে। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত আয়াক্সে ছিলেন সুয়ারেজ।

সুয়ারেজ সত্যিই বার্সা ছাড়বেন কিনা সেটি হয়তো সময়ই বলবে। তবে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ৭ ফুটবলারের নাম বলেছেন, যাদের এই মৌসুমে বিক্রি করতে চান না। সেই তালিকায় নেই সুয়ারেজ।

বার্তোমেউ যে নামগুলোর কথা বলেছেন তাতে লিওনেল মেসি অন্যতম। অন্য ৬ জন হলেন- মার্ক আন্দ্রে টের স্টেগেন, নেলসন সেমেদো, ফ্রেঙ্কি দে জং, ক্লিমেন্ট লেঙ্গলেট, উসমান দেম্বেলে ও আতোয়ান গ্রিজম্যান।

আনসু ফাতির কথা না বললেও এই টিনএজকে ধরে রাখার কথা আগেই জানিয়েছিলেন বার্তোমেউ।

বার্সা প্রেসিডেন্ট এই নামগুলো বলার পর সুয়ারেজ, জেরার্ড পিকে, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, ইভান রকিটিচ, আর্তুরো ভিদালদের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়